সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: ডায়মন্ড পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করলেন ডায়মন্ড হারবার ১৬ টি ওয়ার্ডের কাউন্সিলর। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার মেঘনা ভবনে অনুষ্ঠিত হয় ডায়মন্ডহারবার পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার মহকুমা শাসক সুকান্ত সাহা ও ডায়মন্ড হারবার এসডিপিও মিথুন কুমার দে।
ডায়মন্ড পৌরসভার কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান ডায়মন্ডহারবার মহকুমা শাসক সুকান্ত সাহা। ডায়মন্ডহারবার পৌরসভার চেয়ারম্যান হিসাবে শপথবাক্য পাঠ করেন ডায়মন্ড হারবার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণব দাস। দীর্ঘদিন ধরে ডায়মন্ড হারবার পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য ছিলেন প্রণব দাস। ডায়মন্ড হারবার পৌরসভা পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতাকেই বেশি প্রাধান্য দেয়া হয়েছে।
ডায়মন্ড হারবার পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বও শপথ বাক্য পাঠ করেন ডায়মন্ডহারবার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজর্ষি দাস। এরপর একে একে ১৪ টি ওয়ার্ডের কাউন্সিলরা শপথ বাক্য পাঠ করেন। ডায়মন্ড হারবার পৌরসভা বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ডায়মন্ডহারবার পৌরসভা কার্যত বিরোধী-শূন্য ।