সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: ডায়মন্ডহারবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কেল্লার মোড়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। অত্যন্ত ঘিঞ্জি এলাকায় থাকায় আগুন আশে পাশের বাড়িতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্থ আশাপাশে বেশ কয়েকটি বাড়ি। ঘটনাস্থলে এসে পৌঁছেছে ডায়মন্ডহারবার পৌরসভার চেয়ারম্যান ও স্থানীয় কাউন্সিলর স্বপন দাস।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল দশটার সময় ডায়মন্ড পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কেল্লার মোড়ের কাছে আনসার আলী গাজী নামে মৎস্য ব্যবসায়ী গোডাউন থেকে হঠাৎই কালো ধোঁয়া দেখেন স্থানীয় বাসিন্দারা।
তড়িঘড়ি প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলে তা বিফলে যায়। গোডাউনে মধ্যে দাহ্য বস্তু মজুদ থাকা দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ।তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা খবর দেয় দমকল ও ডায়মন্ড হারবার থানাতে। ঘটনাস্থলে এসে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশবাহিনী ও দমকলের দুটি ইঞ্জিন। দুটি ইঞ্জিনের বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অত্যন্ত ঘিঞ্জি এলাকা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকলেও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল কর্মীরা।
লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দমকলে কর্মী জানান, স্থানীয়রা ডায়মন্ড হারবার দমকল ফোন করে । দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে।