সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বুধবার ২১,জানুয়ারি :: ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবারে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের মডেল ক্যাম্প পরিদর্শনে এলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই ডায়মন্ড হারবার জুড়ে প্রশাসনিক ও দলীয় স্তরে ব্যাপক উদ্দীপনা। ডায়মন্ড হারবার মহকুমার ক্রীড়াঙ্গনের মাঠে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের মডেল ক্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি উপস্থিত থেকে চিকিৎসা পরিষেবার মান, পরিকাঠামো ও ব্যবস্থাপনা খুঁটিয়ে পর্যবেক্ষণ করবেন।
পাশাপাশি তিনি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং শিবিরে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন। মানুষের অভিজ্ঞতা ও মতামত শুনে ভবিষ্যতে এই স্বাস্থ্য শিবির আরও কীভাবে উন্নত করা যায়, সে বিষয়েও দিক নির্দেশ দিতে পারেন তিনি।
উল্লেখ্য, সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ বিতরণ, বিভিন্ন রোগের প্রাথমিক পরীক্ষা, রক্তচাপ ও সুগার পরীক্ষা-সহ একাধিক পরিষেবা দেওয়া হচ্ছে।
বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত এলাকার মানুষ, যাঁরা আর্থিক বা অন্যান্য কারণে বড় হাসপাতালের পরিষেবা সহজে পান না, তাঁদের কাছে এই শিবির অত্যন্ত উপকারী হয়ে উঠেছে।

