সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: সোমবার ২৬,জানুয়ারি :: দেশজুড়ে জাতীয় আবেগ ও গর্বের সঙ্গে পালিত হল ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস।
তারই অঙ্গ হিসেবে ডায়মন্ড হারবার মহকুমাতেও সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপিত হয়। সকাল থেকেই মহকুমা জুড়ে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে।
ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মহকুমা প্রশাসনিক ভবন চত্বরে এর পর ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজের মাঠে অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন মহকুমাশাসক শুভ্রজিৎ গুপ্ত
এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসনের আধিকারিক সজল মণ্ডল এছড়াও বিভিন্ন দপ্তরের কর্মচারী, পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা ও বিশিষ্ট ব্যক্তিরা।
পতাকা উত্তোলনের পর পুলিশ ও বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের শৃঙ্খলা ও দেশপ্রেমমূলক প্রদর্শন সকলের দৃষ্টি আকর্ষণ করে। পাশাপাশি, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরে।

