ডায়মন্ড হারবার ১ ব্লক যুব সভাপতির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের সামনে অবস্থান বিক্ষোভ

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::ডায়মন্ড হারবার :: ডায়মন্ড হারবার বিধানসভার বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ ডায়মন্ড হারবার ১ ব্লক যুব সভাপতির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের সামনে অবস্থান বিক্ষোভে গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যরা।মূলত বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য ও গ্রাম পঞ্চায়েতের সদস্যদের একাংশের নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভ করা হয়। মূলত অভিযোগের তীর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম অধিকারী প্রধান আলপনা হালদার ও অঞ্চল যুব সভাপতি মেহেবুব মোল্লা বিরুদ্ধে। আন্দোলনকারীদের অভিযোগ ১০০ দিনের কাজের পুকুর কাটা রাস্তা করা সহ একাধিক জায়গায় দুর্নীতি করা হয়েছে।

অন্যদিকে আন্দোলনকারীদের দাবি দুর্নীতির সাথে জড়িত অভিযুক্ত ব্যক্তিদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। যতক্ষণ না পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে ততক্ষণ পঞ্চায়েতের সামনে অবস্থান-বিক্ষোভ চলবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।

বাসুলডাঙ্গা মোড় থেকে পঞ্চায়েতের উদ্দেশ্যে তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল করে আসে। পঞ্চায়েতের সামনে সেই মিছিলে আটকায় পুলিশ। এরপরে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ পুলিশকর্মীরা। এরপর বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে পঞ্চায়েতের দিকে এগিয়ে যায়। আন্দোলনকারীরা পঞ্চায়েতের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন ।

মূলত আন্দোলনকারীদের দাবি ১০০ দিনের কাজ সহ একাধিক প্রকল্প মূলক কাজের টাকা আত্মসাৎ করেছে ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী, পঞ্চায়েত প্রধান আলপনা হালদার সহ এলাকার অঞ্চল সভাপতি টাকা আত্মসাৎ করেছে । তাদের দ্রুত অপসারণের দাবি তুলেছে পঞ্চায়েতের সদস্যরা ।

এই বিষয়ে ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারী বলেন, গোটা বিষয় নিয়ে দলের কাছে আমি জানিয়েছি ।দল যা সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =