ডার্বির আগে ছন্দপতন! জঘন্য ফুটবলের নিদর্শন, কলকাতা লিগে পাঠচক্রের কাছে কাছে পরাজিত ইস্টবেঙ্গল।

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বুধবার ১৬,জুলাই :: ডার্বির আগে ছন্দপতন। পাঠ চক্রের কাছে পরাজিত ইস্টবেঙ্গল। পরবর্তী ম্যাচ রয়েছে মোহনবাগানের সাথে, তার আগেই জোরদার আত্মবিশ্বাসের ধাক্কা খেলেও লাল হলুদ ব্রিগেড। খেলার ফলাফল মামনি পাঠচক্র ১ ইস্টবেঙ্গল ০।

নিঃসন্দেহে ডার্বির আগে জোরদার ধাক্কা লাল হলুদ শিবিরের কাছে। পাশাপাশি ইস্টবেঙ্গল কে হারিয়ে আত্মবিশ্বাসী পাঠচক্র। এখনো পর্যন্ত কলকাতা লিগে অপরাজিত তারা। গত ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে কোনক্রমে ড্র করেছিল ইস্টবেঙ্গল।

ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে ৮৭ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভরাডুবি, সুযোগ বুঝে লাল হলুদ শিবিরের জালে বল গড়িয়ে দেন ডেভিড। গোটা ম্যাচেই ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের সমন্বয় সাধনের অভাব।

এখনো পর্যন্ত অসাধারণ ফর্মে রয়েছে কলকাতা লীগে পাঠ চক্র। একটিও ম্যাচ পরাজিত হয়নি, পাশাপাশি এখনো পর্যন্ত কোনো গোল খাইনি তারা। যার মূল ভিত্তি হলেন পাঠচক্রের গোলরক্ষক অর্ণব দাস। প্রতিটি ম্যাচে স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন, একের পর এক ফুটবল মাঠের ঝড় সামলেছেন।

সেই কারণেই এখনও পর্যন্ত পাঠচক্র একটিও গোল খায়নি। সম্প্রতি নিজের মাকে হারিয়েছেন, তবে খেলার প্রতি একনিষ্ঠ অর্ণব। নিজের কর্তব্যের প্রতি অবিচল তিনি। মাতৃ বিয়োগের যন্ত্রণাকে সহ্য ময়দানে নেমেছেন। নিজের দলের দুর্গ কে আগলে রেখেছেন। তাঁর কারণে ইস্টবেঙ্গল শেষের দিকে সমতা ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।

গোটা ম্যাচে ইস্টবেঙ্গলের ফুটবলারদের বেসামাল অবস্থা, নিজেদের মধ্যে তারসাম্যের অভাব। অপরদিকে সঙ্ঘবদ্ধ ফুটবলের নিদর্শন দিল পাঠচক্র। পরিকল্পনা আগের মাফিক খেলা, নির্দিষ্ট রণকৌশল এর মাধ্যমে ইস্টবেঙ্গল এর সমস্ত আক্রমণকে আটকে দেওয়া। এদিন জয়ের পর আরো আত্মবিশ্বাস বাড়লো পাঠচক্রের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 18 =