ডার্বি আগামী দশই মার্চ, শুরু টিকিট বিক্রি

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শুক্রবার ৮,মার্চ :: সমস্ত জট কেটে গিয়েছে দশই মার্চ হচ্ছে ডার্বি। দিনক্ষণ ঘোষণা হয়ে যাবার পর ডার্বি ম্যাচের টিকিট বিক্রি হওয়া শুরু। তবে টিকিট কিনতে গিয়ে কিছুটা সমস্যায় মোহনবাগান সমর্থকরা। এই বিষয়ে জানা গেছে আগামী ১০ই মার্চ ডার্বির আয়োজক এবারে ইস্টবেঙ্গল।

এবার তারাই এই ডার্বি ম্যাচের আয়োজন করতে চলেছেন। তবে ইস্টবেঙ্গলের গ্যালারির টিকিটের দামের থেকে মোহনবাগানের গ্যালারি টিকিটের দাম অনেকটা বেশি। ইস্টবেঙ্গল গ্যালারি টিকিটের দাম যেখানে ন্যূনতম ১০০ টাকা সেখানে মোহনবাগান গ্যালারির টিকিটের দাম ২০০, ৪০০ টাকা।

ভিআইপি ইস্টবেঙ্গল গ্যালারি টিকিটের দাম যেখানে ১০০০ টাকা সেখানে মোহনবাগান ভিআইপি গ্যালারি টিকিটের দাম অনেকটাই বেশি। ভি আই পি মোহনবাগান গ্যালারি টিকিটের দাম ধার্য করা হয়েছে দেড় হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − five =