নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডালখোলা :: বুধবার ৯,অক্টোবর :: মহকুমা পুলিশ আধিকারিক এর উদ্যোগে আজ পূজা গাইড ম্যাপ উদ্বোধন করেন । মহকুমা পুলিশ আধিকারিক জানান ডালখোলা শহরের বিভিন্ন পূজা প্যান্ডেল গুলো এই গাইড ম্যাপের মধ্যে রয়েছে । এবং কোথায় রেস্ট্রিকশন রয়েছে তাও উল্লেখ করা থাকবে এই গাইড ম্যাপে।
পুলিশ আধিকারিক আরো জানান অষ্টমী নবমীর দিন ভীড় থাকবে মানুষের অসুবিধা হবে তখন রেস্ট্রিকশন চালু করা হবে। এতে মানুষের উপকৃত হবেন। ডালখোলা মহকুমা পুলিশ এর পক্ষ থেকে পিঙ্ক মোবাইল ভ্যান চালু করা হয় যা আপাতত ডালখোলা পৌর এলাকার জন্যই করা হলো।