সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বড়সড় প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হলো। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের পারুলিয়া মোড়ের কাছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এস ডি ১৯ রুটের যাত্রী বোঝাই একটি বাস কলকাতা থেকে কাকদ্বীপে যাচ্ছিল । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে একটি দোকান ভেঙে ঢুকে পড়ল একটি বাড়িতে।
বাড়ির ভেতরে বাসিন্দারা থাকলেও কেউ হতাহত হয়নি। বাসে ২৫ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীরা আচমকা হুড়মুড়িয়ে নামতে গিয়ে অল্পবিস্তর জখম হয়েছেন বেশ কয়েকজন। বিকট শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা ভিড় জমায় দুর্ঘটনাস্থলে। ঘটনার পর বাসের চালক, কন্ডাক্টর ও হেল্পার পালিয়ে যায়।
একটি বিদ্যুতের খুঁটি ভেঙে যায় । গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে ।