সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: প্রতিদিনের মতনই সকালে জমে উঠেছিল সরিষা হাটের বাজার। ব্যস্ততার ছিল ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে হঠাৎ চিৎকারে বাজারে হলো ছন্দপতন । সরিষা হাটের ব্যস্ততম বাজারে এক ব্যক্তিকে প্রকাশ্যে খুন করল দুষ্কৃতীরা।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের সরিষাহাটে। খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। নিহত নুর সালেম বেগ (৪৭) স্থানীয় বাগদার বাসিন্দা।
অভিযুক্ত সরিফুল মোল্লা (৪৩) কে ঘটনাস্থলে ধরে ফেলে উত্তপ্ত জনতা। গণপ্রহারে মৃত্যু হয় অভিযুক্তের, ঘটনাস্থল থেকে এক আততায়ীকে গ্রেপ্তার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। ঘটনার জেরে সাতসকালে বাজারে আসা মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ ঢালি, এসডিপিও মিতুন দে ও আইসি গৌতম মিত্র ঘটনাস্থলে চলে আসেন।
জমি বিবাদের জেরে এই খুন বলে পুলিশের অনুমান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালে বাইকে করে সরিষাহাটের বাজারে আসেন নুর সালেম বেগ। এসে বাইক থেকে নামা মাত্র দুটি বাইকে করে চার দুষ্কৃতী ঘিরে ফেলে তাকে। এরপর ধারালো অস্ত্র বের করে কোপাতে থাকে নুর সালেমকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন।
এরপর এলাকার মানুষ দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে। দুজনকে ধরে ফেলে বেধড়ক মারধর শুরু করে। গণপিটুনিতে মৃত্যু হয় দুষ্কৃতী সরিফুলের। অন্য একজনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডায়মন্ড হারবার ২ ব্লকের ব্লক সভাপতি জানান, নিহত নুরসালাম বেগ প্রাক্তন তৃণমূল কংগ্রেসের অঞ্চলের যুব সভাপতি ছিলেন। প্রতিদিনের মতন বাজার করতে সরিষা হাট এ আসেন ও দুষ্কৃতীদের হাতে নিশংস ভাবে খুন হয় সে । এই ঘটনার পিছনে যে সকল দুষ্কৃতীরা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দাবি জানাচ্ছি। এই ঘটনার জেরে ইতিমধ্যেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে দাবি, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে অভিযুক্ত সঙ্গে ঝামেলা চলছিল নূর সালামের আজ সকালে যখন বাজার করতে যায় তখন অভিযুক্ত ও তার সঙ্গীরা মিলে নিশংস ভাবে খুন করে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাচ্ছি প্রশাসনের কাছে। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ।