সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: আজ বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোর মুখোমুখি সংঘর্ষে জখম চালক সহ ১২জন যাত্রী। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার পারুলিয়া মোড়ের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে। বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি জখমদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এদের মধ্যে ৫ জনের শারিরীক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে ঘন্টাখানেক ধরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত অটো দুটিকে জাতীয় সড়কের উপর থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
পরে আহতদেরকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠানো হয়। দূর্ঘটনার জেরে বেশকিছুক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে ডায়মন্ড হারবার রোড ১১৭ নং জাতীয় সড়ক। পরে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটো ২ টি আটক করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করে।