নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলটি :: রবিবার ১৩,এপ্রিল :: ২৬ হাজার চাকরি বাতিল ও শিক্ষকদের ডিআই অফিস অভিযানে শিক্ষকদের লাঠিপেটা করার প্রতিবাদে কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন।
কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল ডেপুটেশন দিলেন। এ দিন একটি মিছিল করে নিয়ামতপুর ফাঁড়িতে আসে , সেখানে তাদের দাবি পত্র তুলে দেন কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস ।
তিনি বলেন “যেভাবে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গেল, তার প্রতিবাদ ও শিক্ষকদের আন্দোলনে তাদেরকে মারধরের প্রতিবাদে এই ডেপুটেশন”