নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ৫,মে :: হাওড়া স্টেশনে ডিআরএম এর দপ্তর এর সামনে সোমবার ঘেরাও এবং হাওড়া স্টেশনে বিক্ষোভ করল টেন্ডার করা রেলের পার্সেল এজেন্টরা ।
হাওড়া পার্সেল এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিযোগ, তাঁরা কয়েক পুরুষ ধরে এই কাজ করে আসছেন।
আগে পার্সেলে বুকিং করা হত তারপর মাল তোলা হতো ট্রেনে। এখন সব বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে রেলের তরফ থেকে। এরই প্রতিবাদে পূর্বের মতোই ব্যবস্থা রাখতে হবে বলে সেই দাবিতে তারা অবরোধ করলেন হাওড়া স্টেশন ঘেরাও করলেন ডিআরএম এর অফিস।