নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রিষড়া :: শুক্রবার ২৫,এপ্রিল :: রিষড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড হরিসভা এলাকার বাসিন্দা পুর্নম কুমার সাউ বিএসএফ জওয়ান।পাঞ্জাবের পাঠানকোটের ২৪ নম্বর ব্যাটেলিয়ানের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টিং ছিল।
বুধবার সেখানেই ডিউটি করার সময় শরীর খারাপ লাগায়।একটি গাছের ছায়ায় বসেছিলেন।বর্ডার ক্রস করায় তাকে পাকিস্তান রেঞ্জার্স ধরে নিয়ে যায়। রাত আটটা নাগাদ এক বন্ধু ফোন করে ঘটনার কথা জানায় বাড়িতে।
বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ বলেন,মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গে কথা হয় শেষ বারের মত। যতক্ষণ না ছাড়া পাচ্ছে ততক্ষণ দুশ্চিন্তা কাটছে না। পরিবারের সকলেই চাইছে পূর্নম সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসুক। বাড়িতে তার বৃদ্ধ বাবা ভোলানাথ সাউ মা দেবন্তি দেবী স্ত্রী ও সাত বছরের ছেলে রয়েছে।