আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ৯,অক্টোবর :: দেশজুড়ে ছড়িয়ে পড়া “ডিজিটাল এরেস্ট” প্রতারণা মামলায় এবার নেমেছে সিবিআই। সূত্রের খবর, দেশের একাধিক রাজ্যে একযোগে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূলত দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে অভিযানের খবর পাওয়া গিয়েছে।
তদন্তকারীরা জানিয়েছে, গত কয়েক মাসে বহু সাধারণ নাগরিক “ডিজিটাল এরেস্ট” নামে ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছেন। অপরাধীরা নিজেদের পুলিশ, সিবিআই বা ইডি অফিসার পরিচয় দিয়ে ভিডিও কলে ভুক্তভোগীদের ভয় দেখিয়ে টাকা আদায় করত।
সিবিআইয়ের এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে — এই প্রতারণার মূল ঘাঁটি বিদেশে বসে পরিচালিত হলেও, ভারতের বিভিন্ন শহরে রয়েছে তাদের সহযোগীরা। ইতিমধ্যে একাধিক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এটি এখন দেশের অন্যতম বড় সাইবার অপরাধ নেটওয়ার্কে পরিণত হয়েছে। তদন্তে নেমে সিবিআই জানিয়েছে, অপরাধীদের ধরতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক সাইবার সেল যৌথভাবে কাজ করছে।