ডিজিটাল যুগে কৌলিন্য হারাচ্ছে হালখাতা ??

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৩,এপ্রিল :: বাংলা নববর্ষ বাঙালিদের আবেগের দিন, আর হাতে মাত্র কয়েকদিন তারপরেই রয়েছে বাংলা নববর্ষ। ইতিমধ্যেই এই নববর্ষ কে ঘিরে বিভিন্ন বাজার গুলিতে দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড়। সবাই কেনাকাটা করতে ব্যস্ত! তবে কৌলিন্য হারিয়ে ফেলেছে হালখাতা।

আগে নববর্ষের সঙ্গে হালখাতা অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। নববর্ষের প্রাক্কালে হালখাতা কিনতে দোকানে উপচে পড়তো জনতার ভিড়। উৎসবমুখর দিনে হালখাতার চাহিদা থাকতো সব থেকে বেশি। শুধু সোনার দোকান নয় আরো বিভিন্ন দোকানগুলিতে হালখাতার প্রচলন ছিল।

তবে এই ডিজিটাল যুগে কৌলিন্য হারিয়ে ফেলেছে হালখাতা। শিলিগুড়ির মহাবিরস্থান সংলগ্ন এলাকায় বিভিন্ন হালখাতার দোকান রয়েছে যেগুলিতে এক সময় নববর্ষের প্রাক্কালে মানুষের উপচে পড়তে হালখাতা কিনবার জন্য। তবে হাতেগোনা কয়েকদিন হলেও একেবারেই বিক্রি নেই দোকানগুলিতে ফাঁকা রয়েছে।

এই বিষয়ে ব্যবসায়ীদের জিজ্ঞাসা করা হলে তারা জানান একেবারে বিক্রি হচ্ছে না, ক্রেতারা প্রায় আসছেন না বললেই চলে। আগের চিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল আগে যে পরিমাণ বিক্রি হতো এখন একেবারেই সেই রকম বিক্রি হচ্ছে না। দাম কমলেও ক্রেতারা আসছেন না এমনটাই জানিয়েছেন দোকানদাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =