নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ২৯,মার্চ :: ডিটিপিএস কারখানা সম্প্রসারণ নিয়ে ৩৭ নম্বর ওয়ার্ড এখন শহরের হট ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ডিটিপিএস এলাকায় একাংশ এলাকাবাসীর দাবি কারখানা সম্প্রসারণ এর সাথে পুনর্বাসন দিতে হবে অন্যথায় কারখানা গড়তে বাধা সৃষ্টি করছেন ফলে বহু তর্ক বিতর্ক রাজনৈতিক রং লেগেছে।
এর পরবর্তীতে এলাকারই আর একাংশ কারখানা সম্প্রসারণ এর পক্ষ নিয়ে জোরালো আন্দোলন শুরু করেছে তার প্রতিফলন দেখতে পাওয়া গেল বৃহস্পতিবার ভিলেজ কো-অরডিনেশন কমিটি ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করে বহিরাগতর গ্রেপ্তারির দাবি তুলে ফারি ঘেরাও করে রাখে ।
একাংশের মতামত কারখানা সম্প্রসারণ হলে মিলবে কাজ। আর্থিকভাবে সচ্ছল হবে শহর তথা এলাকাবাসী। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে হয়তো নিজের স্বার্থ চরিতার্থ করতেই কেউ কেউ নেতা সাজতে বিপরীত বিপ্লব গড়ে তুলছে বলে এলাকাবাসীর অভিযোগ সকলেই কারখানা যথা দ্রুত সম্ভব সম্প্রসারণ করবার সমর্থন জানিয়ে ডেপুটেশন দেন।