নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ২৩,এপ্রিল :: ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেলো হাইড্রোক্লোরিক অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার। নিমেষে ছড়ালো উত্তেজনা।ছড়ালো চাঞ্চল্য। মুচিপাড়া উড়ালপুল সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনা। স্থানীয়রাই প্রথম পুলিশ পড়ে দমকলকে খবর দেন।
অ্যাসিড বোঝাই ট্যাংকার হওয়ার জেরে ঝুকি এড়াতে জাতীয় সড়কের আসানসোল ও বর্ধমান গামী লেনে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জানা গেছে বিহার থেকে কলকাতা যাচ্ছিলো হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি এই ট্যাঙ্কর, মুচিপাড়া জাতীয় সড়কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকরটি উল্টে যায়। গ্যাসের ধোঁয়াতে আশপাশের অঞ্চল ঢেকে যায়।