নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১৪,ফেব্রুয়ারি :: ডিভিসির কুড়ি ফুটের একটি ক্যানেল টপকে গিয়ে উল্টে গেল বাস। ঘটনাটি ঘটে মঙ্গলবার গভির রাতে পূর্ব বর্ধমান জেলার ভাতারের নতুনগ্রামে। মৃত এক,আহত ২৩। ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ।
কলকাতার ধর্মতলা থেকে একটি বাস বহরমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসে ছিল প্রায় ৪৫ জন যাত্রী। যাদের মধ্যে অধিকাংশ জনের বাড়ি মুর্শিদাবাদ এলাকায়। বাসটি ভাতারের নতুনগ্রাম পেট্রোল পাম্প এর কাছে ডিভিসি ক্যানেলকে টপকে গিয়ে উল্টে যায়।আশঙ্কা করা হচ্ছে বাসটি ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল।
বাসটির গতি ছিল বেশি, সেই কারণেই বাসটি কুড়ি ফুটের ক্যানেল টপকে যায়। ক্যানেলটি টপকে যাওয়ার ফলে বাসটি জলে না পরায় যাত্রীরা বহুজন প্রাণে বেঁচে যান। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে নতুন গ্রামের মানুষ এসে উদ্ধার করে বাস যাত্রীদের। খবর গেলে টহলদারি পুলিশ এসে গুরুতর জখম দের উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।