নিজস্ব সংবাদদাতা : সংবাদ প্রবাহ :: মেমারি :: বুধবার ২৪,সেপ্টেম্বর :: ডিভিসির খালের জলে এক মাঝ বয়সী ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত জোড়াসাঁকো এলাকার ডিভিসির খালে,ঘটনা স্থলে মেমারী থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকার মানুষ। মুহূর্তের মধ্যেই খবর চাউর হতেই ভিড় করে এলাকার মানুষ। খবর দেয়া হয় মেমারি থানার পুলিশকে মেমারি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ।
মৃতদেহটি ঠিক কার প্রাথমিক অবস্থায় বোঝা না গেলেও স্থানীয় মানুষদের অনুমান মৃতদেহটও এলাকার এক জনের, তাদের অনুমান ওই মৃত ব্যক্তির নাম অমিত মাহাতো ( ৪২ বছর )।
ওই ব্যক্তি গত তিনদিন ধরে নিখোঁজ ছিল। আজ সকালে মেমারি থানায় ওই ব্যক্তির নিখোঁজের ডাইরি করে পরিবারের লোকেরা। আর আজকেই তার মৃতদেহ উদ্ধার হল বাড়ি থেকে কিছুটা দূরে খালের জলে | কি কারনে মৃত্যু বুঝে উঠতে পারছি না পরিবার।
খুন নাকি আত্মহত্যা! ইতিমধ্যেই সমস্ত দিক খতিয়ে দেখে মেমারি থানার থানার পুলিশ তদন্ত শুরু করেছে! ময়না তদন্তের পরেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ! তবে আকস্মিক এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।