নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাদারিহাট :: শনিবার ৩,মে :: আড়াই মাস ধরে বকেয়া বেতন না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন মাদারিহাট ব্লকের ডিমডিমা চা বাগানের শ্রমিকরা। দীর্ঘদিন ধরে ফ্যাক্টরির সামনেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা।
শ্রমিকদের অভিযোগ, একাধিকবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনো প্রতিকার মেলেনি। ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন তাঁরা। সংসার চালানো তো দূরের কথা, প্রতিদিনের খাবারের জোগান করতেও হিমশিম খাচ্ছেন বলে জানান এক শ্রমিক।
একইসঙ্গে শ্রমিকদের আশঙ্কা, এই পরিস্থিতি আরও কিছুদিন চললে তাঁদের টিকে থাকাই দুষ্কর হয়ে উঠবে। তাই তাঁদের একটাই দাবি—
দ্রুত বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হোক। প্রশাসনের তরফ থেকেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনরত শ্রমিকরা।
চা বাগানের এই সংকট ঘিরে উদ্বেগে স্থানীয় মানুষজনও।