নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ১৯,জানুয়ারি :: চলতি এক মাস ধরে ডিমের বরাদ্দ কমানো নিয়ে অসন্তোষে ফুঁসছেন অভিভাবকরা। অভিযোগ, সংশ্লিষ্ট ICDS সেন্টারে গত তিন মাস ধরে শিশুদের নিয়মিত আস্ত ডিম দেওয়া হচ্ছে না।
আগে প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার একটি করে ডিম মিললেও এখন শুধু সোমবার একটি আস্ত ডিম দেওয়া হচ্ছে, অন্য দিনের বরাদ্দে দেওয়া হচ্ছে অর্ধেক ডিম। এই সিদ্ধান্ত ঘিরেই উঠেছে একাধিক প্রশ্ন। অভিভাবকদের কটাক্ষ, ডিমের দাম কমলে কি তবে দেড়খানা ডিম দেওয়া হবে?
আর যে অর্ধেক ডিম দেওয়া হচ্ছে, তা কবে পূর্ণ ডিমে পরিণত হবে? সেন্টারের শিক্ষিকারা জানিয়েছেন, বর্তমানে ডিমের দাম প্রতি পিস প্রায় ৯ টাকা হওয়ায় সকল শিশুকে আস্ত ডিম দেওয়া সম্ভব হচ্ছে না, তাই অর্ধেক ডিম দেওয়ার সিদ্ধান্ত।
তবে এই ব্যাখ্যাতেই ক্ষোভ বেড়েছে। শিক্ষিকাদের দাবি, অভিভাবকরাই নাকি অর্ধেক ডিমের বরাদ্দে সম্মতি দিয়ে সই করেছেন, যদিও অভিভাবকদের একাংশ বলছেন, কোনও লিখিত সম্মতি বা আলোচনার কথা তাঁদের জানা নেই।
পাশাপাশি অভিযোগ জানাতে গেলে কাউন্সিলরের সই লাগবে নাকি সব অভিভাবকের যৌথ স্বাক্ষর প্রয়োজন—তা নিয়েও স্পষ্ট নির্দেশনা নেই। শিশুদের পুষ্টিকর খাদ্য তাঁদের অধিকার—এই দাবিতে ডিমের বরাদ্দে স্বচ্ছতা ও নিয়ম মেনে সরবরাহ নিশ্চিত করার দাবি তুলেছেন অভিভাবকরা।

