ডিসেম্বরে খেলা হবে।এদিন আদলত চত্বরে এমনি মন্তব্য করেন কে এলও নেতা মালখান সিং।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ডিসেম্বরে খেলা হবে।এদিন আদলত চত্বরে এমনি মন্তব্য করেন কে এলও নেতা মালখান সিং। এমনকি উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার পক্ষে সওয়াল করেন তিনি। আর এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বির্তক। তৃণমুলে রাজ্য সাধারন সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন , বিজেপির সুরে কথা বলছে, বিচ্ছিন্নতাবাদীরাও।

এর থেকে বোঝা যায় বিজেপির সাথে বিচ্ছিন্নতাবাদীদের যোগাযোগ রয়েছে। পাল্টা বিজেপির দাবি সে তৃণমূলের হয়ে বিগত পঞ্চায়েত ভোটে কাজ করেছে।

বিজেপির পর কেএলও নেতা মালখান সিংয়ের মুখেও ডিসেম্বর মাসের খেলা হবে কথা।মালদার বামনগোলায় এক জমি সংক্রান্ত পুরনো মামলায় মালদা আদালতে পেশ করার সময় মালখান সিং চিৎকার করে জানিয়ে দেন, ডিসেম্বরের শেষ সপ্তাহেই খেলা হবে। ডিসেম্বরেই কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা হয়ে যাবে বলেও স্পষ্ট করে দেন এই কেএলও নেতা। তিনি পরিষ্কার জানিয়ে দেন ‘আমি রাজ্যভাগের পক্ষে।’

মালখান সিংয়ের এক আত্মীয় প্রবীর বর্মন জানান, বেশ কিছুদিন আগে মালদার পাকুয়াহাট কলেজের একটি জমি বিবাদে জড়িয়ে পড়েন মালখান সিং। কিন্তু ওই মামলায় তাকে আদালতে পেশ করা হয়েছে এদিন। দেওয়া হয়েছে আর্মস কেস। যদিও কালীপুজোর দু-দিন আগে তাঁকে শিলিগুড়িতে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে এসটিএফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =