সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বকেয়া মহার্ঘভাতার দাবীতে রাজ্য জুড়ে চলছে দুদিনের কর্মবিরতি। সেই কর্মবিরতি আন্দোলনে যোগ দিয়েছে দক্ষিন ২৪ পরগনায়র ডায়মন্ড হারবার মহকুমার আদালতের কর্মচারীরা।
সম্প্রতি রাজ্য সরকার বকেয়া ৩৮% মহার্ঘভাতার মধ্যে ৩% পরিশোধের কথা জানিয়েছে তা মানতে নারাজ আন্দোলনকারীরা। সম্পূর্ণ বকেয়া মহার্ঘভাতা পরিশোধের দাবীতে সংগ্রামী যৌথ মঞ্চর আন্দোলন কে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে জেলা জজ আদালতের কর্মচারীরা। সোমবার বেলা ১১টা থেকে কর্মবিরতিতে সামিল হল দক্ষিন ২৪ পরগনায় জেলা আদালতের কর্মীরা।
কর্মবিরতির সাপেক্ষে এদিন আদালত চত্ত্বরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে কর্মীরা। তাদের দাবী, অবিলম্বে বকেয়া সম্পূর্ণ ডি এ মেটাতে হবে, এই ডি.এ তাদের অধিকার। এই আন্দোলন কোন রাজনৈতিক দলের ব্যানারে নয় শুধুমাত্র দক্ষিন ২৪ পরগনায় ডায়মন্ড হারবার মহকুমায় আদালতের কর্মীরাই সামিল হয়েছে।
বকেয়া ডি এ না মেটানো হলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে তারা শামিল হবে বলেও জানাচ্ছেন তারা। কর্মবিরতির জেরে সমস্যায় পড়েছে আদালতে আসা বিচার প্রার্থীরা। এক বিচারপ্রার্থী জানান, বহু দূর থেকে আদলতে এসেছি কিন্তু আদলতের কাজ বন্ধ থাকায় আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বাধ্য হয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি।