ডি ভি সির ছাড়া জলে ফের জলস্তর বাড়তে শুরু করেছে মুন্ডেশ্বরী নদীর। ফলে হাওড়ার দ্বীপ অঞ্চল ঘোড়াবেড়িয়া- চিতনান এবং ভাটোরা এই দুই গ্রাম পঞ্চায়েতে জল বাড়ছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ৭,আগস্ট :: উদয়নারায়নপুরে বন্যা পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হলেও ডি ভি সির ছাড়া জলে ফের জলস্তর বাড়তে শুরু করেছে মুন্ডেশ্বরী নদীর। ফলে হাওড়ার দ্বীপ অঞ্চল ঘোড়াবেড়িয়া- চিতনান এবং ভাটোরা এই দুই গ্রাম পঞ্চায়েতে জল বাড়ছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য ইতিমধ্যেই প্লাবিত হয়েছে হাওড়া দ্বীপাঞ্চল এই দুই গ্রাম পঞ্চায়েত। ফের নতুন করে জল ছাড়ায় মুন্ডেশ্বরী নদীর জল হু হু করে ঢুকছে এই দুই গ্রাম পঞ্চায়েতে। প্রশাসন ইতিমধ্যেই বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে রেখেছে এবং মোতায়েন রাখা হয়েছে ত্রাণ সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট ইত্যাদি।

কয়েকশো মানুষকে ইতিমধ্যেই নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ভাটোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক গায়েন।তবে এদিন দামোদরের জলস্তর কমে যাওয়ায় উদয়নারায়নপুরের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি লক্ষ্মীকান্ত দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 6 =