নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: শুক্রবার ১৪,ফেব্রুয়ারি :: ওপার বাংলার ডুবন্ত জাহাজের ১২ জন কর্মীকে উদ্ধার করল এপার বাংলার পুলিশ। বজ বজ এলাকা থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে যাওয়ার সময়। বঙ্গোপসাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে ডুবন্ত বাংলাদেশি জাহাজ থেকে ১২ জনকে উদ্ধার করল ভারতীয় পুলিশ।
সুন্দরবন পুলিশ জেলার সাগর থানার পুলিশকর্মীরা। সূত্রের খবর এমভি সি ওয়ার্ল্ড নামের ওই জাহাজটি ছাই নিয়ে বাংলাদেশে যাচ্ছিল। ফ্লাই অ্যাশ বোঝাই জাহাজটি বজবজ থেকে মুড়িগঙ্গা হয়ে সমুদ্রে যাওয়ার পথে ঘোড়ামারা দ্বীপের কাছে চরে ধাক্কা মারে, যার জেরেই এই দুর্ঘটনা।
দুর্ঘটনার খবর পেয়েই সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্পণ নায়েকের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ডুবন্ত জাহাজ থেকে একের পর এক বাংলাদেশিদের কে উদ্ধার করা হয়। জাহাজের সবাই সুস্থ আছে বলে জানা গিয়েছে। নদীতে ভাটার টান থাকায় জল কমে গিয়েছিল অনেকটাই। সেসময় জাহাজটি ধারে চলে আসে।
উদ্ধার হওয়া বাংলাদেশিদের পরিচয় নেওয়ার কাজ চলছে। প্রাশাসনিকভাবে তাঁদের বাংলাদেশের কোথায় বাড়ি, কী কাজ করেন তা খতিয়ে জানা হচ্ছে। ডুবন্ত জাহাজটিকেও সরানো যায় কী না, ভেবে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনাটি কীভাবে ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে।