নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: শুক্রবার ৩,জানুয়ারী ::ডুয়ার্সের চা বলয়ে হাতির হানা অব্যাহত। বুনো হাতির হানায় অতিষ্ট চা বলয়ের বাসিন্দারা। হাতির তাণ্ডব ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের বড় লাইনে। বৃহস্পতিবার রাতে একটি দাঁতাল হাতি ওই এলাকায় ঢুকে সাতটি বাড়িতে হামলা চালায়।
এলাকার বাসিন্দা সুশিলা উড়াও এর শোবার ঘর পুরো ভেঙে ফেলে হাতি। বাবলু ভুমিজের শোবার ঘর ভেঙে ফেলে। মেঘনাথ মাঝির বাড়িতেও হাতি হামলা চালিয়েছে। এছাড়াও শম্ভু তুরি, কুলদীপ লোহার, অজিত খাড়িয়া সহ সাতটি বাড়িতে হাতির হামলা চালায়।
কারও বাড়ির বেড়া ভেঙে আটা, কারও চাল সাবাড় করেছে দাঁতাল হাতি। হাতির তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী। এদিকে হাতির হানা রুখতে বন দপ্তরের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি করছেন স্থানীয়রা।