নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ১১,আগস্ট :: রবিবার ডুরান্ডের শেষ ম্যাচে বায়ু সেনাকে ৬-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। তবে ম্যাচটা অন্তত নয়-দশ গোলে জেতা উচিত ছিল। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন হামিদ আহদাদ, বিপিন সিংহ, আনোয়ার আলি, মহম্মদ রশিদ, সাউল ক্রেসপো এবং ডেভিড লালানসাঙ্গা।
গোটা ম্যাচ জুড়ে ইস্টবেঙ্গলের দাপট ছাড়া আর কিছুই দেখা যায়নি। বায়ুসেনার বিরুদ্ধে তিন বিদেশিকে নিয়ে শুরু করেছিলেন অস্কার। প্রথম থেকেই ম্যাচ চলে যায় ইস্টবেঙ্গল ফুটবলারদের নিয়ন্ত্রণে। শুরুতেই দুটো কর্নার পায় তারা। তবে দু’বারই বায়ুসেনার গোলকিপার শুভজিৎ বসু দলকে বাঁচান।