সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ২০,অক্টোবর :: মহিলা বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে এখন “ডু অর ডাই” পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পরও মেগা টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার স্বপ্ন কিন্তু এখনও বেঁচে আছে হরমনপ্রিত এর মেয়েদের।
বর্তমানে ভারত পাঁচটি ম্যাচ শেষে সংগ্রহ করেছে চার পয়েন্ট, নেট রান রেট (NRR) রয়েছে +0.526, যা প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের তুলনায় অনেক ভালো। কিউই মেয়েদেরও পয়েন্ট চার হলেও তাদের নেট রান রেট -0.245। এই সূক্ষ্ম ব্যবধানই ভারতীয় শিবিরে রেখেছে আশার আলো।
বিশেষজ্ঞদের মতে, সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে হলে ভারতকে এখন বাকি দুই ম্যাচেই জয় পেতেই হবে। তাদের পরবর্তী দুটি ম্যাচ যথাক্রমে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে। নিউজিল্যান্ড ম্যাচটি ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সেই ম্যাচের ফল নির্ধারণ করবে গ্রুপের ভারসাম্য।বোর্ড সূত্রে জানা গেছে, দল এখন সম্পূর্ণভাবে ‘আল আউট অ্যাটাক’ মুডে প্রস্তুতি নিচ্ছে। ইংল্যান্ড ম্যাচে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতেই জোর দেওয়া হচ্ছে।
অধিনায়ক হরমনপ্রিত কৌর জানিয়েছেন, “আমরা জানি সামনে কী পরিস্থিতি। সবার মন একটাই—সেমিফাইনালে পৌঁছনো। আমাদের হাতে এখনো সুযোগ আছে, আর আমরা সেটাই কাজে লাগাতে চাই।”
অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডও সেমির দৌড়ে রয়েছে, ফলে দুই দলের মুখোমুখি লড়াই কার্যত ‘কোয়ার্টার ফাইনাল’ বলেই মনে করা হচ্ছে। যদি ভারত সেই ম্যাচ জেতে, তবে বাংলাদেশের বিরুদ্ধে জয় সহজেই সেমির টিকিট পাকা করতে পারে।
তবে যদি তারা হেরে যায়, তাহলে অন্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে—বিশেষত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচগুলির ফল সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সমর্থকদের আশা, স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা ব্যাট হাতে আগুন ঝরাবেন, সঙ্গে রান করবে মিডল অর্ডারও। বোলিং বিভাগেও পুনরুত্থানের প্রত্যাশা রয়েছে রেনুকা সিং ও দীপ্তি শর্মাদের কাছ থেকে।
সব মিলিয়ে এখন পরিস্থিতি নিঃসন্দেহে জটিল, কিন্তু অসম্ভব নয়। সামনের দুই ম্যাচেই জয় পেলে ভারত সেমিফাইনালে পৌঁছে ইতিহাস পুনরাবৃত্তি করতে পারে। এখন দেখার, “ডু অর ডাই” ম্যাচে কতটা লড়াই ছড়িয়ে দিতে পারে হরমনপ্রিতদের দল।

