সুফল চন্দ :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: ডেঙ্গু রুখতে তৎপর শ্রীরামপুর পৌরসভা। বর্ষার আগমন আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে, আর বর্ষা মানেই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি। ডেঙ্গু রোগের প্রকোপে অনেক সাধারন মানুষ জীবন হারায়। বর্ষার আগমন হলেই যেন মানুষের মধ্যেই ডেঙ্গু রোগের ভয় ছড়িয়ে যায়। ডাক্তার-খানা থেকে শুরু করে ওয়ালস হাসপাতাল এবং বড় বড় নার্সিংহোমে বেড়ে যায় ডেঙ্গু রোগীর সংখ্যা।
আবহাওয়া দপ্তর এর “অশনি” নামক ঘূর্ণিঝড়ের প্রকোপ বাড়তে পারে বলে যে নির্দেশনামা জারি করে তাতে শ্রীরামপুর পৌরসভা আগের থেকেই ঘূর্ণিঝড় এর হাত থেকে বাঁচার ব্যবস্থা করে নেয়,ঠিক তেমনই আবার ডেঙ্গুর হাত থেকে বাঁচার জন্য শ্রীরামপুর পৌরসভা নিতে চলেছে এক উদ্যোগ।
শ্রীরামপুর পৌরসভার পৌর সদস্যা ও সি আই সি বোর্ডের সদস্য তিয়াশা মুখোপাধ্যায়কে ডেঙ্গুর হাত থেকে বাঁচার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হবে জিজ্ঞেস করতেই তিনি বলেন-ইতিমধ্যেই যে সমস্ত জায়গাগুলিতে আগের বছরে বেশি সংখ্যক ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয় সেই জায়গা গুলি পরিদর্শন করা হয়েছে এবং সেখানকার মানুষদেরকে ডেঙ্গুর হাত থেকে বাচার সচেতনতার কথা বলা হয়েছে। শুনব কি বলছেন তিয়াশা মুখার্জি ।