ডেঙ্গু নিয়ে বাড়িতে খোঁজ নিতে গিয়ে এসিড হামলার শিকার স্বাস্থ্যকর্মী, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ২৭,আগস্ট :: ডেঙ্গু সংক্রান্ত বিষয়ে নিয়ে খোঁজখবর নিতে গিয়ে এসিড হামলার শিকার হলেন এক মহিলা স্বাস্থ্যকর্মী। ঘটনাটি ঘটেছে হাওড়ার দক্ষিণ সাঁকরাইলের বড়বাগান মান্নাপাড়ায়। অভিযুক্ত বিপ্লব মান্নাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

দক্ষিণ সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের ভেক্টর কন্ট্রোল টিমের তিনজন মহিলা স্বাস্থ্যকর্মী মান্নাপাড়ায় যান। কয়েকদিন আগে বিপ্লব মান্নার বাড়ি থেকে ডেঙ্গুর লার্ভা পাওয়া গিয়েছিল। সেই সূত্রে ফের খোঁজ নিতে গিয়ে বিপ্লব মান্নাকে সচেতন করার চেষ্টা করলে বচসা বাধে। অভিযোগ, আচমকাই তিনি এক স্বাস্থ্যকর্মীর মাথা ও পিঠে এসিড ঢেলে দেন।

আক্রান্ত স্বাস্থ্যকর্মী রাস্তায় লুটিয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন। প্রথমে তাকে হাজি এস টি মল্লিক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল বলেন, “মানুষের সেবায় নিয়োজিত কর্মী এসিড হামলার শিকার হয়েছেন এটা অত্যন্ত বেদনাদায়ক। পুলিশ ব্যাবস্থা নিয়েছে যাতে কঠোর শাস্তি হয় তারও ব্যাবস্থা করা হবে ।

হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা জানান, অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। ঘটনার পর অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 3 =