নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেচেদা ( পূর্ব মেদিনীপুর) :: ডেপুটেশান ও দুটি হকার ইউনিয়নের মধ্যে বচসার জেরে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা স্টেশান। বুধবার বিকেল তিনটা নাগাদ মেচেদা স্টেশনে ডেপুটেশন দিতে আসেন হকার সংগঠনের সদস্যরা। এরপর হকাররা রেল অবরোধ করে দেয়।
অবরোধ তুলতে গিয়ে রেলের জিআরপি সঙ্গে বচসা জড়িয়ে পড়লেন হকার সংগঠনের সদস্যরা। এরপর অবরোধ তুলতে রেল পুলিশ লাঠিচার্জ শুরু করে। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে জিআরপি। ঘটনার পর এলাকায় ব্যাপক উওেজনা থাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে।