আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: বিদেশ ডেস্ক :: মঙ্গলবার ২,সেপ্টেম্বর :: প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এক বিস্ফোরক অভিযোগে জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছিলেন মূলত নিজের পারিবারিক ব্যবসার স্বার্থ রক্ষার জন্য।
ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানি সেনা প্রধান :: চিত্র সৌজন্য ইন্টারনেট
এমন অভিযোগ তুলে এবার সরব হলেন আমেরিকার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান । প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন জ্যাক সুলিভান।
অভিযোগ পাকিস্তানে ক্রিপ্ট কারেন্সির ব্যবসায়ের ৬০ শতাংশই ট্রাম্প পরিবারের
তাঁর দাবি, ট্রাম্প প্রশাসনের নানা কূটনৈতিক পদক্ষেপের পেছনে ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থই ছিল মুখ্য প্রেরণা।
উপদেষ্টা অভিযোগ করেন, প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ট্রাম্প প্রায়ই রাষ্ট্রীয় স্বার্থের চেয়ে পারিবারিক বাণিজ্যিক চুক্তিকে অগ্রাধিকার দিয়েছেন। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য ছিল।
এই বক্তব্য প্রকাশ্যে আসতেই মার্কিন রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের নীতিগত সিদ্ধান্তে ব্যক্তিগত স্বার্থের প্রভাব থাকলে তা গণতন্ত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক উভয়ের জন্যই গুরুতর হুমকি।
অন্যদিকে, ট্রাম্পের ঘনিষ্ঠ মহল এই অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, প্রেসিডেন্টের কূটনৈতিক নীতি সবসময়ই যুক্তরাষ্ট্রের স্বার্থবাহী ।