নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডোমকল :: বৃহস্পতিবার ১৩,নভেম্বর :: মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায় ফের বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে উদ্ধার হল প্রায় ৪৫ থেকে ৫০টি তাজা সকেট বোমা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ গারাইমারি গ্রাম পঞ্চায়েত এলাকার হরিশঙ্করপুর পূর্বপাড়া মাঠে অভিযানে চালায়। সেখানে তল্লাশি চালানোর পর মাটির তলা থেকে উদ্ধার হয় প্লাস্টিকের বালতিতে রাখা আনুমানিক ৪৫ থেকে ৫০টি তাজা সকেট বোমা। নিরাপত্তা নিশ্চিত, বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয় ।
বিপুল পরিমাণ এই বোমা উদ্ধারের পর সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে ডোমকল থানার পুলিশ। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে প্রহরী। কে বা কারা এই বোমাগুলি মজুত করেছিল, এবং এর পিছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

