নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ৯,জানুয়ারি :: ডোমজুড়ায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিবারের। শশুর বাড়ির তরফে আত্মহত্যার দাবি। ডোমজুড়ের খটির বাজার এলাকার ঘটনা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাতে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘরের ভেতর থেকে।

প্রতিবেশীরা জানান ওই বাড়িতে কখনো অশান্তির আওয়াজ তাদের কানে আসেনি। তবে বছর দেড়েক আগে ওই গৃহবধুর পেটে থাকা সন্তান নষ্ট হয়ে যাওয়ার পর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে ডোমজুড় থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।