নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ৩০,জুলাই :: ডোমজুড় বিধানসভার সাপুঁইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অগ্ৰদূত চাঁদমারি সহ পশ্চিম শান্তিনগর বেশ কিছু জায়গায় জল জমে আছে দীর্ঘদিন ধরেই।এই জল প্রায় হাঁটু পর্যন্ত , এতে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এমনকি বেশ কিছু বাড়িতে জল ঢুকে থাকায় তারা কার্যত উচু কোনো বাড়িতে ভাড়া নিয়ে থাকছে, আর বাসিন্দাদের অভিযোগ
সদস্য তো দেখা করেই না উল্টে উনি নাকি নিজে বলেছেন আপনারা গিয়ে পঞ্চায়েত ঘেরাও করুন। সব রাজনৈতিক দল আসে ভোট চাইতে কিন্তু জেতার পর যেন চেনে না এমনই বলতে চাইছেন।