দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: দিন প্রতিদিন বেড়েই চলেছে মাদকদ্রব্যর সেবন। ঝাড়গ্রাম জেলায় মাদকাসক্ত ছেলে মেয়ে দের সংখ্যা বেড়েই চলেছে কোন হেল দোল নেই প্রশাসনের। ঝাড়গ্রাম শহরের বেশ কিছু জায়গায় কম বয়সী ছেলে মে দের ব্রাউন সুগার এর নেশা করতে দেখা যাচ্ছে । নেশা করার জন্য অপরাধ প্রবণতা বাড়ছে ।
মাঝে মধ্যেই চুরি ছিনতাই এর ঘটনা ঘটছে ।এই সমস্ত অপরাধ মূলক কাজে মাদক কারবারি দের যোগ পাওয়া যাচ্ছে। নেশা করার টাকার জোগাড় করার জন্য খুনের ঘটনা পর্যন্ত ঘটেছে ঝাড়গ্রামে।
কয়েক দিন আগেই ইঞ্জিনিয়ারিং এর ছাত্র সম্রাট নাগ নামে এক ছেলের অস্বাভাবিক মৃত্যু হয় । এই মৃত্যুর পেছনেও ড্রাগ কারবারী দের হাত থাকতে পারে বলে অভিযোগ মৃতের পরিবারের।
মৃত সম্রাট নাগের পরিবারের অভিযোগ পুলিশ এখনো মৃত্যুর কারণ এর কিনারা করতে পারেনি, কাউকেই এখনো পর্যন্ত এরেস্ট করেনি।
ড্রাগ কারবারি দের সাথে পুলিশ প্রশাসনের অবৈধ লেনদেন এর কারণে পুলিশ নির্বিকার বলে অভিযোগ স্থানীয় বাসীন্দাদের ।
নাগরিক সমাজের পক্ষ থেকে মাদক দ্রব্যের সেবনের বিরুদ্ধে মিছিল ডেপুটেশন দিয়েও কোনো লাভ হচ্ছে না। মাদক দ্রব্যের সেবনের প্রবণতা বেড়েই চলেছে ।সঙ্গে নেশা করার টাকা জোগাড় করার জন্য অপরাধ বেড়ে চলেছে ঝাড়গ্রাম জুড়ে।