নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৮,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভা অন্তর্গত ৬নম্বর ওয়ার্ডের একটি এলাকায় শুক্রবার হঠাৎ দেখা যায় ড্রেনের জল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ড্রেনের উপরের বেশ কিছু অংশ গরম হয়ে আছে।
এলাকাবাসীদের মধ্যে একটি আতঙ্ক ছড়ায়,ঘটনার পরিপ্রেক্ষিতে, সঙ্গে সঙ্গে কনজারভেন্সি দপ্তরের প্রেসিডেন্ট অনিল বসুকে খবর দেয়, অনিল বসু সঙ্গে সঙ্গে এলাকায় চলে আসেন এবং তিনি দমকলকেও খবর দেন, ঘটনাস্থলে দমকল চলে আসে, দমকল ব্যাপারটা খতিয়ে দেখছে। পুরো ঘটনার ব্যাপারে এলাকায় রয়েছে চঞ্চল্য।