নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: শুক্রবার ২৮,ফেব্রুয়ারি :: মুর্শিদাবাদের নবগ্রামের অমৃত কুন্ডু অঞ্চলে কনকপাড়া সরকারপাড়া-তে সরকারি উন্নয়ন প্রকল্পের অধীনে ড্রেন নির্মাণের কাজ চলছিল। সেই কাজের জন্য রাস্তার পাশে গভীর নালা খোঁড়া হয়।
কিন্তু সঠিক পরিকল্পনা ও নিরাপত্তার অভাবের কারণে সেই খননকাজই এখন একটি পরিবারের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নালার খননকাজ চলাকালীন মাটির ভারসাম্য বিঘ্নিত হয়, ফলে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে পাশের বাড়ির ভিত্তি।
এক পর্যায়ে মঙ্গলবার বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। হতভাগ্য পরিবারটি কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে নিজেদের মাথার ছাদ ধসে পড়ে ধুলোয় মিশে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে জোট শাসিত অমৃত কুন্ডু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায়।
অথচ আজ পর্যন্ত প্রশাসনের কোনো সদস্য, ব্লক কর্তৃপক্ষ বা গ্রাম পঞ্চায়েতের কোনো প্রতিনিধি পরিবারটির খোঁজ নিতে আসেননি। নিঃস্ব হয়ে যাওয়া এই পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।
বাড়ি হারিয়ে দিশেহারা পরিবারটি এখন শুধুই প্রশাসনিক সাহায্যের আশায় বসে আছে। যেখানে উন্নয়নের নামে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, সেখানে মানুষের ক্ষতির দায়ভার কে নেবে? একদিকে উন্নয়ন, অন্যদিকে বাসিন্দাদের দুর্ভোগ—এটাই কি প্রশাসনের উন্নয়ন মডেল?
সরকার ও প্রশাসনের কাছে আহ্বান—দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিন! না হলে ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নামবে ।জনগণ