ড্রেন রাস্তা দখল করে ব্যবসা, ওয়ার্ড পরিদর্শন করে সতর্ক করলেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্ত

দজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৮,নভেম্বর :: শিলিগুড়ি পুরো নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নজরুল সরণিতে বেশকিছু ব্যবসায়ী ড্রেন দখল করে ব্যবসা চালাচ্ছেন। এদিন সেই সমস্ত ব্যবসায়ীদের সতর্ক করেন শিলিগুড়ি পুরো নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি শ্রাবণী দত্ত।

এদিন সন্ধ্যায় তিনি নিজে যে সমস্ত ব্যবসায়ীরা ড্রেন দখল করে ব্যবসা চালাচ্ছেন তাদেরকে সতর্ক করেন। উপস্থিত ছিলেন আরও সংশ্লিষ্ট ওয়ার্ডের সেক্রেটারি বিশ্বময় ঘোষ, এছাড়া ১৪ নম্বর ওয়ার্ড কমিটির সদস্যরা।

১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান, আগেও সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের আর এদিন সন্ধ্যায় তিনি নিজে ওয়ার্ড কমিটির সদস্যদের সাথে করে নিয়ে ব্যবসায়ীদের বিষয়টি আবারও জানিয়ে দিলেন যে ড্রেন ও রাস্তা দখল করে ব্যবসা না করতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =