সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২২,জানুয়ারি :: শহরের ক্রমবর্ধমান যানজট সামাল দিতে প্রযুক্তি নির্ভর পথে হাঁটল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। বুধবার ড্রোন ক্যামেরার সাহায্যে শহরের ব্যস্ততম রাস্তাগুলিতে নজরদারি চালিয়ে যান চলাচলের বাস্তব চিত্র খতিয়ে দেখা হয়।
দার্জিলিং মোড় থেকে জংশন,চম্পাসারি,দাগাপুর ও সিটি সেন্টার-এই বিস্তীর্ণ এলাকাজুড়ে চলে বিশেষ অভিযান।ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী সামসুদ্দিন আহম্মেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শহরের জাতীয় সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলির ওপর বিশেষ নজর রাখা হয়।
ড্রোন ফুটেজে ধরা পড়ে একাধিক ট্রাফিক নিয়ম লঙ্ঘনের ছবি।জাতীয় সড়কে বেআইনিভাবে টোটো চলাচল,মোটরসাইকেল আরোহীদের লেন ভাঙা ও বেপরোয়া চালনা-এসব কারণেই মূলত যানজট বাড়ছে বলে চিহ্নিত করা হয়।এর জেরে অভিযানের দিনই কড়া ব্যবস্থা নেওয়া হয়।
নিয়ম ভাঙায় টোটো চালকদের জরিমানা করা হয়,মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কাটা হয় চালান।পাশাপাশি পথচারীদেরও ট্রাফিক সিগন্যাল মেনে নিরাপদে রাস্তা পারাপারের পরামর্শ দেওয়া হয়।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডিসিপি ট্রাফিক কাজী সামসুদ্দিন আহম্মেদ জানান,দিনে প্রতি দু’ঘণ্টা অন্তর ড্রোন ফুটেজ সংগ্রহ করে যানজটের প্রকৃত কারণ বিশ্লেষণ করা হবে। একই সঙ্গে চম্পাসারি থেকে সিটি সেন্টার পর্যন্ত টোটো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে বলেও তিনি স্পষ্ট করেন।

