রাকিব সজল :: সংবাদ প্রবাহ :: ঢাকা(বাংলাদেশ) :: বাংলাদেশে গত বছর বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক অর্জনগুলোকে উদযাপন করতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ‘বাংলাদেশ গৌরবময় অর্জন উদযাপন’ উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা একাত্তরের চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান। সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, বাসা ফাউন্ডেশন, ওয়েভ ফাউন্ডেশন এবং যুক্তরাষ্ট্র থেকে আগত সমাজসেবক ড. মনোয়ারা বেগমের যৌথ সহায়তায় আমরা একাত্তর ‘বাংলাদেশ ২০২২ : গৌরবময় অর্জন উদযাপন’ অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট আবৃত্তি শিল্পী লায়লা হাসান ও বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি মাহফুজা জেসমিনের অনুষ্ঠান সঞ্চালনায় বক্তব্য দেন জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, অধ্যাপক প্রকৌশলী ড. আইনুন নিশাত, আমরা একাত্তর-এর প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা হিলাল ফয়েজী, অধ্যাপক প্রকৌশলী লাফিফা জামাল, ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক, কেন্দ্রীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মৃণাল সরকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিসা খন্দকার, ঢাকা আগা খান স্কুলের শিক্ষার্থী যারিয়া মুশাররাত প্রমুখ।
অনুষ্ঠানে মেট্রোরেল নির্মাণ দলের গুরুত্বপূর্ণ সদস্য হলি আর্টিজানে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৭ জাপানি নাগরিকের স্মৃতিতে জাপানি দূতাবাসের প্রতিনিধির হাতে স্মারক সম্মাননা প্রদান করা হয়। জাপান সরকারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন জাপান দূতাবাসের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। হলি আর্টিজানে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৭ জাপানি নাগরিক ও পদ্মা সেতুর প্রয়াত প্রকৌশলী পরামর্শক সদস্যদের স্মরণে অনুষ্ঠানে ১ মিনিট নীরবতা পালন করা হয়।