নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: শুক্রবার ৮,ডিসেম্বর :: নির্মীয়মান বাড়ির কাজের জন্য প্রয়োজনীয় মাটির জন্য খোঁড়া হয়েছিল গর্ত। আর সেই গর্তই কাল হলো বাদুড়িয়ার ছয় বছরের শিশু কোয়েলের কাছে। বসিরহাটের বাদুড়িয়া থানার চাতরা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাতরা গ্রামের বাসিন্দা পরিতোষ সরকার ও মীরা সরকারের ছোট মেয়ে বছর ছয়ের কোয়েল সরকার।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের শৌচালয়ে শৌচকর্ম সেরে যখন ঘরের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় বাড়ির উঠোনের পাশে থাকা একটি গর্তে পা পিছলে পড়ে যায় সে। কিছুক্ষণ পর মেয়ের সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় মায়ের। খোঁজাখুঁজি করতেই দেখা যায় বাড়ির পাশে একটি গর্তে পড়ে রয়েছে কোয়েল। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উত্তর ২৪ পরগণার বাওগাছি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালে চিকিৎসকরি তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়িতে ভাড়া থাকতো এই সরকার পরিবার সেই বাড়ির মালিক অচ্যুৎ সর্দার বাড়ি তৈরি করছিলেন।
সেই বাড়ির ভিত তৈরি করতে প্রয়োজন হয় মাটির এবং সেই মাটি চাহিদা মেটাতেই বাড়ির পিছনে তৈরী করা হয় একটি গর্ত। বৃহস্পতিবার ভরদিন বৃষ্টি হওয়ায় এমনিতেই মাটির উঠান ছিল পিচ্ছিল। ফলে সেই পিচ্ছিল মাটিতে হেঁটে ফেরার সময় পিছলে সেই গর্তে পড়ে ওই শিশু, এমনটাই দাবি স্থানীয়দের।