নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: শুক্রবার ১২,এপ্রিল :: নীল পুজো উপলক্ষে শিবের মাথায় জল ঢালার জন্য রূপনারায়ণ নদী থেকে জল তুলে বিভিন্ন শিব মন্দিরে পাড়ি দেন পূর্ণার্থীরা। শুধু পূর্ব মেদিনীপুর নয় পার্শ্ববর্তী জেলা থেকে পুণ্যার্থীরা জল তুলতে তমলুকের রূপনারায়ণ নদীতে আসেন।
সেইসব পূর্ণার্থীদের হাতে তমলুকের বর্গভীমা মন্দির সংলগ্ন এলাকায় শিব পরিবারের পক্ষ থেকে ঠান্ডা পানীয়, খিচুড়ি, আলুর দম, লুচি, তরকারি সহ নানান খাওয়ার তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসা পুন্যার্থীদের যাতে কোন অসুবিধা না হয় সেই কারণে তমলুক শহরে বেশকিছু রাস্তায় যান চলাচল বন্ধ করা হয়। তমলুকের হাসপাতাল মোড়, মানিকতলা সহ বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।