নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কর্ণজোড়া :: মঙ্গলবার ৮,জুলাই :: উত্তর দিনাজপুরের তরঙ্গপুর বড়াল হররাল বালিকা বিদ্যালয়ের হোস্টেল ছাত্রীদের উপর শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। সোমবার বিদ্যালয়ের শিক্ষিকা, পার্শ্ব শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা কর্ণজোড়ার জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে লিখিত ডেপুটেশন জমা দেন।অভিযোগ, দীর্ঘদিন ধরেই হোস্টেলের ছাত্রীদের উপর নির্যাতনের ঘটনা ঘটলেও প্রধান শিক্ষিকা কোনও ব্যবস্থা নেননি, উলটে অভিযোগকারীদের উপর ক্ষুব্ধ হয়ে হাজিরা খাতায় সই করতেও বাধা দেন। এতে বিদ্যালয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
একই দিনে ছাত্রীরা ও অভিভাবকেরাও অভিযোগ জানিয়েছেন। শিক্ষিকারা দ্রুত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও আতঙ্কমুক্ত পরিবেশে পঠন-পাঠনের দাবি জানান। জেলা বিদ্যালয় পরিদর্শক বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন।