তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য শিলিগুড়িতে

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৫,জানুয়ারি :: আবার শিলিগুড়িতে ঘরের ভেতর থেকে উদ্ধার হল এক তরুনীর ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য , ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, দিল্লির নিবাসী ফুলবতি নামে তিরিশের তরুণী গত দেড় বছর ধরে শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডের বঙ্কিমনগর এলাকার তিরঙ্গা মোড়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন।

শিলিগুড়িতে ইভেন্টের কাজ করতেন, তবে কিছু মাস আগেই তিনি ব্যবসা শুরু করেন। হঠাৎ করে তার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য।জানা গিয়েছে, ফুলবতী গত ৩১শে ডিসেম্বর তার দিদিকে ফোন করে। তার দিদি দিল্লিতে থাকে। তার দিদি কল্পনাকে ভিডিও কল করে এবং সেই ভিডিও কলে দিদিকে জানায় তার ব্যবসায় সহযোগকারী শুভঙ্কর নামে এক ব্যক্তি তাকে খুব মারধর করেছে।

এই কথা শোনবার পর তরুণীর দিদি তরুণীকে দিল্লি ফেরত আসার বিষয়ে জানান। পুরন বছরের শেষ দিন ৩১শে ডিসেম্বর রাতে এমন কথা হয়। তবে তার পর থেকে বোনের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি দিদি কল্পনার। এরপর দিদি কল্পনার মনে সন্দেহ জাগে, গত এক তারিখ দিল্লি থেকে শিলিগুড়ি পুলিশের সাহায্য নেয় কল্পনা।

এরপর তিনি শিলিগুড়ি ভক্তিনগর থানায় ফোন করেন যাবতীয় সমস্ত কথা জানায় ফুলবতির দিদি কল্পনা। এদিকে সমস্ত কথা জানা মাত্রই সেই ভাড়া বাড়িতে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ এবং

.সেখানে পৌঁছে ফুলবতীর দিদি, কল্পনাকে ভিডিও কল করে ভাড়াবাড়ির দরজা ভাঙ্গে পুলিশ এবং দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতেই দেখা যায় ফুলবতীর ঝুলন্ত দেহ এবং তৎক্ষণাৎ সেই দেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনা জানবার পর দ্রুত দিল্লি থেকে রওনা দেয় ফুলবতীর দিদি কল্পনা ও কল্পনার স্বামী। শুক্রবার শিলিগুড়ি জেলা হাসপাতালে তরুণী দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তরুণীর জামাইবাবু। এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফুলবতীর দেহটিকে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 2 =