সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২৫,মে :: সমতল শহর শিলিগুড়ি, বছর দশেক আগেও গরম অনুভব হতো না এই শহরে। ছিলনা বড় বড় ইমারত, গাছপালা পর্যাপ্ত পরিমাণে ছিল। এমনকি বর্ষাকালে বেশি বৃষ্টি হলে গরম জামা গায়ে দিতে হত। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে, দক্ষিণবঙ্গের গরমের ছোঁয়া মেলে শিলিগুড়িতে।
বিগত পাঁচ বছর ধরে সেই চিত্রই দেখতে পাওয়া যাচ্ছে। এই বছরও গরমের হার অনেকটাই বেশি। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৯° ছাপিয়ে গিয়েছে। সকাল থেকেই ছিল রোদের দাপট, খুব একটা দরকার না হলে বাড়ি থেকে বের হতে দেখা যায়নি অনেককেই। এরকম পরিস্থিতিতে ডাক্তাররা বয়স্ক ও বাচ্চাদের ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন।
হঠাৎ করে কেন গরম বেড়েছে? কি বলছে শহরবাসী? অনেকেই জানাচ্ছেন আগে জনসংখ্যা অনেকটাই কম ছিল, বর্তমানে জনসংখ্যা শহরে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ।পাশাপাশি গাছ কাটা হচ্ছে, আগের মত গাছ আর নেই শহরে। সে কারণেই দক্ষিণবঙ্গের মতো গরম পড়েছে উত্তরবঙ্গের প্রধান শহর শিলিগুড়িতে।