তামিলনাড়ুতে পদপিষ্ট হয়ে মৃত্যু, আশঙ্কা কমপক্ষে ২০ জনের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তামিলনাড়ু :: শনিবার ২৭,সেপ্টেম্বর :: তামিলনাড়ু: রাজ্যে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের বলে আশঙ্কা করা হচ্ছে। হঠাৎ সৃষ্ট তুমুল বিশৃঙ্খলায় ঘটনাস্থলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার তামিলনাডুর করুরে একটি বিশাল জনসভার আয়োজন করেছিল টিভিকে। সেখানেই বক্তৃতা দিচ্ছিলেন বিজয়। আর তাঁর বক্তৃতা চলাকালীনই উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এমনকি বেশ কয়েকজন শিশু সহ দলীয় কর্মীরা অজ্ঞান হয়ে পড়ে বলে জানা যায়।

এরপরই মাঝপথেই বক্তৃতা থামিয়ে সকলকে শান্ত হওয়ার আহ্বান জানান বিজয়। দ্রুত অ্যাম্বুল্যান্সগুলিকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। এরপরই বেশ কয়েকজনকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভিড়ের মধ্যে অসুস্থ বোধ করা ব্যক্তিদের সাহায্য করার জন্য বিতরণ করা হয় জলের বোতল।

অনুষ্ঠানস্থলে হঠাৎ ভিড়ের চাপে ঠেলাঠেলি শুরু হলে কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। মানুষ একে অপরের ওপর পড়ে গিয়ে পদপিষ্ট হতে থাকেন। চারদিক থেকে সাহায্যের আর্তনাদ শোনা যায়।

প্রশাসনের তরফে ইতিমধ্যেই ব্যাপক উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও অতিরিক্ত পুলিশ।

রাজ্য সরকার নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে। পাশাপাশি এই মর্মান্তিক ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও সমাজের বিশিষ্টজনরা। বিস্তারিত আসছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + nineteen =