তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু, বাঙালি বলে দাহ করতে বাধা, অবশেষে বাড়িতে এনে দাহ কাজ সম্পন্ন হল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টাকি :: শনিবার ২৩,আগস্ট :: টাকি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা-নীলমণি ঘোষ (৫৩) । দীর্ঘ ১২ বছর তামিলনাড়ুতে একটি কারখানায় কাজ করতেন । গত ১৯ তারিখে কারখানায় সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হঠাৎ তিনি পড়ে যায় এবং মাথায় আঘাত লাগে , আঘাতের ফলে নিলমনি ঘোষ এর কপালে বেশ কিছুটা কেটে যায় ।

এরপর তার সহ কর্মী যারা এসে তারা স্থানীয় হাসপাতালে নিয়ে যান । সেখানে তার মাথার চিকিৎসা করা হলেও তার অবস্থার অবনতি হতে থাকে । এরপর তার মৃত্যু হয় । তার সহকর্মীরা এবং কারখানার মালিক উদ্যোগী হয়ে তার পরিবারের সঙ্গে কথা বলার পর স্থানীয় শ্মশান ঘাটে নিয়ে যায় তার দাহ পোড়াতে ।

কিন্তু সে বাঙালি হওয়ায় শ্মশান ঘাটে দাহ করতে দেওয়া হয়নি । একই রকম ভাবে সেখানে বেশ কয়েকটা শ্মশানে তার দেহ নিয়ে ঘোরানো হয় দাহ করার জন্য । কিন্তু কোন রকমেই দাহ করতে পারেনি ।

এরপর তার মালিক ও অন্য কর্মীরা তার পরিবারের সাথে কথা বলে শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে করে টাকি পৌরসভার এক নম্বর ওয়ার্ডে তার বাড়িতে পাঠিয়ে দেয় । টাকিতে তার পরিবার এবং প্রতিবেশীরা তার শেষকৃত্য সম্পন্ন করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =