তামিলনাড়ু থেকে উদ্ধার সুন্দরবনের অপহৃত কিশোরী , গ্রেফতার এক

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: দক্ষিণ ২৪ পরগনা :: সুন্দরবনের গোসবা থেকে এক কিশোরীকে দুষ্কৃতিরা অপহরণ করে তামিলনাড়ুতে নিয়ে পালায় ।এরপর সুন্দরবন কোস্টাল থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের হয় । সুন্দরবন কোস্টাল থানার আধিকারিকরা অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি তদন্তকারী টিম গঠন করে ফেলে । যার নেতৃত্বে ছিলেন সাব ইন্সপেক্টর রনি সরকার ।

বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত বসু জানান , পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে তামিলনাড়ুতে । এর পর আর সময় নষ্ট না করে রনি সরকারের নেতৃত্বে দলটি তামিলনাড়ুর ত্রিপুর জেলার পেরুমানালুর থানার সাথে যোগাযোগ করেন । তড়িঘড়ি বিশেষ দল পৌঁছে যায় গন্তব্যে । স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে ।

সেখান থেকেই শুভজিত বাউলিয়া নামে এক যুবককে গ্রেপ্তারও করে পুলিশ । শুভজিত উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার বাসিন্দা বলে জানা গিয়েছে । স্থানীয় আদালতে তোলার পর ট্রানজিট রিমান্ডে নিয়ে ওই কিশোরী ও ধৃতকে শনিবার বিকালে হাওড়ার শালিমার রেল স্টেশনে এসে পৌঁছায় পুলিশের বিশেষ দলটি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =